Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
খড়কা বিল, নীলকুটির
বিস্তারিত

মাদারগঞ্জের ঐতিহ্যবাহি খরকাবিল। এককালে এটি দর্শনীয় স্থান হিসেবে ছিলো। যমুনার সাথে সংযুক্ত ছিলো। এ বিলে অনেক ধরনের মাছ ছিলো, বাঁশবাতারীমাছ, ইলিশ, কত্তিমাছ, ইত্যাদি। কালক্রমে যমুনা সাথে যে লিংক টি বিলপ্তি হয়ে যায়, খরকা বিল একাকার হয়েগেছে।

১৪ মার্চ, ২০১৬ - জামালপুরের মাদারগঞ্জ উপজেলার খরকা বিলের একটি অংশ ভরাট করে আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করা হচ্ছে। এভাবে ভরাট শুরু হওয়ায় ধীরে ধীরে পুরো বিলটি বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী।