Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পৌরসভার সিটিজেন চার্টার

 

ক্রমিক নং

সেবা সমুহ

নিয়ম/প্রক্রিয়া

০১

হোল্ডিং নাম্বার প্রদান

ক) নতুন হোল্ডিং নাম্বারের ক্ষেত্রে মেয়র বরাবর জমির মালিককে মালিকানা দলিল, খাজনার রশিদ, পর্চাসহ ০৫/-(পাঁচ) টাকা মুল্যের নির্ধারিত ফরমে আবেদন করতে হয়। আবেদনের প্রেক্ষিতে সরেজমিনে তদন্ত পূর্বক খালি জায়গায় (সীমানা নির্ধারন করতে হবে)।বার্ষিক মুল্যায়ন ১৭০/-(একশত সত্তর) টাকা নির্ধারন করতঃ নতুন হোল্ডিং নাম্বার প্রদান করা হয়। যদি জায়গার উপর কোন কাঠামো থাকে সে ক্ষেত্রে নির্ধারিত পদ্ধতিতে উক্ত কাঠামোর বার্ষিক মুল্যায়ন নির্ধারন করতঃ হোল্ডিং নাম্বার প্রদান করা হয়।

খ) প্রয়োজনীয় সকল তথ্য/দলিল পত্র প্রাপ্তি সাপেক্ষে খালি জায়গার ক্ষেত্রে ১৫(পনের) দিনের মধ্যে এবং কাঠামো থাকার ক্ষেত্রে বার্ষিক মুল্যায়ন নিরুপন করতঃ হোল্ডিং নাম্বার প্রদানের ক্ষেত্রে ১০(দশ) দিনের মধ্যে প্রদান করা হয়।

০২

পঞ্চবার্ষিকী কর নির্ধারন

ক) প্রতি ০৫(পাঁচ) বছর অন্তর পঞ্চবার্ষিকী পৌরকর পুনঃ নির্ধারন করা হয়।

খ) বার্ষিক মুল্যায়নের উপর আপত্তি থাকলে ০৫(পাঁচ) টাকা মুল্যের নির্ধারিত আপত্তি ফরমে আবেদন করা যায়।

গ) আপত্তি শুনানী রিভিউ বোর্ডের মাধ্যমে আপত্তি দাখিলের ৩০(ত্রিশ) দিনের মধ্যে বার্ষিক মুল্যায়ন পুনঃ নির্ধারন করা হয়।

০৩

হোল্ডিং এর নামজারী

ক) খরিদ/দান/ওয়ারিশ সুত্রে আংশিক সম্পুর্ন মালিকানা প্রা্প্ত হয়ে সংশি­ষ্ট হোল্ডিং এ নামজারী করতে ইচ্ছুক হলে আবেদনকারীকে হোল্ডিং এর মালিকানার রেজিষ্টার্ড দলিল, পর্চা, খাজনা রশিদ এর সত্যায়িত কপি সহ নির্ধারিত ১০(দশ)টাকা মুল্যের নামজারী ফরমে মেয়র বরাবর আবেদন করতে হয়। প্রাপ্ত আবেদনের বিষয়ে সংশি­ষ্ট হোল্ডিং এর পূর্ববতী সম্পুর্ণ/আংশিক মালিকের আপত্তি আছে কিনা তা জানতে চেয়ে নোটিশ প্রদান করা হয়। উক্ত নোটিশ প্রদানের ১৫(পনের) দিনের মধ্যে আপত্তি না এলে নামজারীর আবেদনটি কর্তৃপক্ষ কর্তৃক বিবেচনা করা হয়। উলে­খ্য এ ক্ষেত্রে হোল্ডিং এর পৌরকর হালসন পর্যন্ত পরিশোধ থাকতে হবে। নির্ধারিত ফিস আদায় করা হয়।

আলোচ্য ক্ষেত্রে প্রয়োজনীয় সকল তথ্য/দলিল পত্র প্রাপ্তি স্বাপেক্ষে আপত্তি নোটিশ জারীর ৩০(ত্রিশ) দিনের মধ্যে নামজারী সম্পাদন করা হয়।

০৪

হোল্ডিং পৃথকীকরন

ক)কোন হোল্ডিং এর পৌরকর পরিশোধের সুবিধার্থে সংশি­ষ্ট হোল্ডিং এর মালিকগনের আবেদনের প্রেক্ষিতে হোল্ডিং পৃথক করা হয়ে থাকে। হোল্ডিং মালিকের দাখিলকৃত মালিকানা সংক্রান্ত কাগজ পত্র সরেজমিনে তদন্ত এবং প্রয়োজনীয় শুনানী গ্রহনের মাধ্যমে সংশি­ষ্ট হোল্ডিং মালিকগনের নামে হোল্ডিং পৃথক করা হয়। উলে­খ্য এ ক্ষেত্রে সংশি­ষ্ট হোল্ডিং এর পৌরকর হালসন পর্যন্ত পরিশোধ থাকতে হবে।

খ) হোল্ডিং পৃথক করতে হলে প্রস্তাব অনুসারে ভুমি অফিস কর্তৃক আবেদনকারীগনের নামে আলাদা আলাদা নামজারীর স্বাপেক্ষে পর্চা, খাজনার রশিদ, হোল্ডিং এর মালিকগনের মধ্যে আপোষ বন্টনামা, নির্ধারিত ফিস আদায় করা হয়।

গ) প্রয়োজনীয় সকল তথ্য দলিলপত্র প্রা&&প্ত স্বাপেক্ষে ১০(দশ)দিনের মধ্যে হোল্ডিং পৃথকীকরন বিষয়ে সিদ্ধান্ত প্রদান করা হয়।

 

কর আদায় শাখাঃ

ক্রমিক নং

সেবা সমুহ

নিয়ম/প্রক্রিয়া

০১

হোল্ডিং কর পরিশোধ ও বকেয়া কর আদায়

ক) মাদারগঞ্জ পৌরসভা অফিসে এসে হোল্ডিং এর মালিক কর আদায়কারীর নিকট রশিদ বইয়ের মাধ্যমে পৌরকর পরিশোধ করতে পারেন।

খ) আর্থিক বছরে ৩০শে সেপ্টেম্বর এর মধ্যে কম্পিউটার রাইজড ট্যাক্স বিল ব্যাংকের মাধ্যমে হোল্ডিং মালিকগন কর পরিশোধ হালসনের পৌরকর (i)প্রথম কিস্তি (জুলাই-সেপ্টেম্বর)পরিশোধ করলে ৫% রিবেট (ii)প্রথম দুই কিস্তি (জুলাই-সেপ্টেম্বর) অর্থ বছরে প্রথম তিন কিস্তি (জুলাই- মার্চ) অগ্রীম পরিশোধ করলে ৭.৫%রিবেট এবং (iii) প্রথম চার কিস্তি (জুলাই-জুন) অগ্রীম পরিশোধ করলে ১০% রিবেট এর সুবিধা পাবেন।

গ) হালসনের পৌরকর যথা সময়ে পরিশোধ করা না হলে নির্ধারিত আর্থিক বছর পরে হালসনের বকেয়ার উপর ৫% সারচার্জ আরোপ হতে থাকে।

বিঃদ্রঃ পৌরসভা আইন, বিধি,প্রবিধান,উপ-আইন,প্রজ্ঞাপন, পরিপত্র, আদেশ, অফিস স্মারক, বিজ্ঞপ্তি ও নোটিশ স্বাপেক্ষে এই সিটিজেন চার্টার প্রয়োজনীয় পরিবর্তন ও পরিবর্ধন করিবার ক্ষমতা পৌর কর্তৃপক্ষ সংরক্ষন করে।

 

ক্রমিক নং

সেবা সমুহ

নিয়ম/প্রক্রিয়া

০১

ট্রেড লাইসেন্স ইস্যূ ও নবায়ন

ক) মাদারগঞ্জ পৌরসভা এলাকায় পেশা, ব্যবসা বানিজ্য এবং জীবিকা বৃত্তির উপর আদর্শ কর তফসিল ২০০৩ অনুযায়ী নির্ধারিত হারে ফি আদায় পূর্বক ট্রেড লাইসেন্স ইস্যু করা হয়। ট্রেড লাইসেন্সের জন্য ১০/-(দশ) টাকা মুল্যের নির্ধারিত ফরমে ব্যবসার ধরন স্থায়ী/বর্তমান ঠিকানা ইত্যাদি উলে­খ পূর্বক ভাড়ায় চুক্তি পত্র ভাড়া রশিদ সহ মেয়র বরাবর আবেদন করতে হয়।

খ) প্রয়োজনীয় সকল তথ্য/কাগজপত্র প্রাপ্তি স্বাপেক্ষে দাখিলকৃত আবেদন ০৩(তিন) কার্য দিবসের মধ্যে নিস্পত্তি করে লাইসেন্স প্রদান করা হয়।

গ) পরবর্তীতে ইস্যুকৃত ট্রেড লাইসেন্স বৎসর ভিত্তিক নির্ধারিত নবায়ন ফি জমা প্রদানের মাধ্যমে নবায়ন করা যাবে।এক্ষেত্রে ০১(এক) কার্য দিবসের মধ্যে নবায়ন করা হয়।

ঘ) নির্ধারিত ফিস।

০২

রিক্সা মালিক লাইসেন্স

নির্ধারিত ফি এর মাধ্যমে বৎসর ভিত্তিক রিক্সা মালিক লাইসেন্স নবায়ন ও নতুন প্রদান করা হয়। লাইসেন্স ফি ৭০/-(সত্তর) টাকা। ব­ুকুক ১০/-(দশ) টাকা পে­ট ২০/-(বিশ) টাকা।

০৩

রিক্সা চালক লাইসেন্স

নির্ধারিত ফি এর মাধ্যমে বৎসর ভিত্তিক রিক্সা চালক লাইসেন্স নবায়ন ও নতুন প্রদান করা হয়। লাইসেন্স ফি ২৫/-(পঁচিশ) টাকা ব­ুবুক ১০/-(দশ) টাকা।

০৪

রিক্সা ভ্যান মালিক লাইসেন্স

নির্ধারিত ফি এর মাধ্যমে বৎসর ভিত্তিক রিক্সা ভ্যান মালিক লাইসেন্স নবায়ন ও নতুন প্রদান করা হয়। লাইসেন্স ফি ৭০/-(সত্তর) টাকা। ব­ুকুক ১০/-(দশ) টাকা পে­ট ২০/-(বিশ) টাকা।

০৫

রিক্সা ভ্যান চালক লাইসেন্স

নির্ধারিত ফি এর মাধ্যমে বৎসর ভিত্তিক রিক্সা ভ্যান চালক লাইসেন্স নবায়ন ও নতুন প্রদান করা হয়। লাইসেন্স ফি ২৫/-(পঁচিশ) টাকা ব­ুবুক ১০/-(দশ) টাকা।

০৬

অটো রিক্সা মালিক লাইসেন্স

নির্ধারিত ফি এর মাধ্যমে বৎসর ভিত্তিক অটো রিক্সা মালিক লাইসেন্স নবায়ন ও নতুন প্রদান করা হয়। লাইসেন্স ফি ১৫০০/-(এক হাজার পাঁচশত) টাকা । লাইসেন্স পে­ট ১০০/-(একশত) টাকা।

বিঃদ্রঃ পৌরসভা আইন, বিধি,প্রবিধান,উপ-আইন,প্রজ্ঞাপন, পরিপত্র, আদেশ, অফিস স্মারক, বিজ্ঞপ্তি ও নোটিশ স্বাপেক্ষে এই সিটিজেন চার্টার প্রয়োজনীয় পরিবর্তন ও পরিবর্ধন করিবার ক্ষমতা পৌর কর্তৃপক্ষ সংরক্ষন করে।

সাধারন শাখাঃ

 

ক্রমিক নং

সেবা সমুহ

নিয়ম/প্রক্রিয়া

 

০১

জাতীয সনদ পত্র , ওয়ারিশ সনদ পত্র ও যাবতীয় আবেদন/ অভিযোগ গ্রহন।

ক) পৌরসভার নির্ধারিত ফরমে ওয়ার্ড কাউন্সিলরের পুরত্যয়নসহ আবেদন করলে আবেদন দাখিলের ২৪(চবিবশ) ঘন্টার মধ্যে জাতীয়তা সনদ পত্র প্রদান করা হয়। জাতীয়তা সনদ ফি ৫/-(পাঁচ) টাকা।

খ) পৌরসভার স্বাস্থ্য শাখা হতে বিনামুল্যে নির্ধারিত ফরমে ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়ন সহ আবেদন করলে অফিস কর্তৃক তদন্ত পূর্বক আবেদন দাখিলের ০৭(সাত) কার্য দিবসের মধ্যে ওয়ারিশ সনদ পত্র প্রদান করা হয়। ওয়ারিশ ফি ১০০/-(একশত) টাকা।

গ) পৌরসভার সাধরন শাখা পারিবারিক সনদের জন্য সাদা কাগজে ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়ন সহ আবেদন করলে আবেদনের তারিখ থেকে ০৩(তিন) কার্য দিবসের মধ্যে সনদ প্রদান করা হয়।

ঘ) মেয়র, মাদারগঞ্জ পৌরসভা, জামালপুর বরাবরে সাদা কাগজে অভিযোগ উলে­খ করে আবেদন করলে ইহা যাচাই,বাছাই ক্রমে মেয়র কর্তৃক অনুমোদিত হওয়ার পর মামলা নিষ্পত্তির জন্য গ্রহন করা হয়।

পৌরসভার মামলা সংক্রান্ত কোন নকল গ্রহন করতে ইচ্ছুক হলে মেয়র, মাদারগঞ্জ পৌরসভা, জামালপুর বরাবরে আবেদন করতে হবে ।

চ) বিধি মোতাবেক নাগরিকগনের পাইবার অধিকার আছে এমন যে কোন প্রত্যয়ন পত্রের জন্য মেয়র বরাবরে সাদা কাগজে ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়ন সহ আবেদন করতে হয়। আবেদন অনুমোদিত হওয়ার পর ০৩(তিন) কার্য দিবসের মধ্যে প্রত্যয়ন পত্র প্রদান করা হয় । ফি ২০/-(বিশ) টাকা ।

বিঃদ্রঃ পৌরসভা আইন, বিধি,প্রবিধান,উপ-আইন,প্রজ্ঞাপন, পরিপত্র, আদেশ, অফিস স্মারক, বিজ্ঞপ্তি ও নোটিশ স্বাপেক্ষে এই সিটিজেন চার্টার প্রয়োজনীয় পরিবর্তন ও পরিবর্ধন করিবার ক্ষমতা পৌর কর্তৃপক্ষ সংরক্ষন করে।

প্রকৌশল বিভাগঃ

১। রাস্তা ফটপাত ও সারফেস ড্রেন মেনহোলস্, ভাঙ্গা রাস্তার উপর মালামাল রেখে প্রতিবন্ধতা সৃষ্টি করা ইত্যাদি বিষয়ে আবেদন/

    অভিযোগ দাখিলের পর সংশি­ষ্ট বিভাগ কর্তৃক দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়। এছাড়াও সড়ত বাতি সংক্রান্ত অভিযোগ প্রা&&প্তর

    পর স্বল্পতম সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা নেয়া হয়।

২। সড়ক খননঃ

ক) পানি,গ্যাস ইত্যাদি সার্ভিস সংযোগের জন্য পৌরসভার প্রকৌশল বিভাগ হতে ফরম সংগ্রহ করতে হয়।

খ) ফরমটি পূরন করে হোল্ডিং ট্যাক্সের হালনাগাদ রশিদের ফটোকপি সহ পৌর কার্যালয়ে জমা প্রদান করতে হয়।

গ) আবেদন ফরম জমা প্রদানের পরবতী ০৭(সাত) কার্য দিবসের মধ্যে ক্ষতিপুরনের চাহিদা পত্র প্রস্ত্তত করা হয়।

ঘ) চাহিদা পত্র অনুযায়ী সংশি­ষ্ট বিভাগের ক্ষতিপুরনের টাকা জমা প্রদানের পর ০৩(তিন) কার্য দিবসের মধ্যে সড়ক খননের অনুমতি পত্র পৌর কার্যালয় হতে সংগ্রহ করা যায়।

সড়ক খননের ক্ষতি পুরনের হারঃ পৌর পরিষদ সভার অনুমোদিত।

ক্রমিক নং

বিবরন

টাকা(প্রতি বর্গফুট হারে)

০১

কাঁচা রাস্তা

১০/-

০২

ব্রিক সলিং রোড

৭০/-

০৩

এইচ বিবি রোড

১০০/-

০৪

মেকাডাম সিলকোট রোড

১২০/-

০৫

মেকাডাম কার্পেটিং রোড

১৫০/-

০৬

আর,সি,সি রোড

১৫০/-

০৩। ঠিকাদারী লাইসেন্স তালিকাভুক্তিঃ (নবায়ন,শ্রেনী উন্নয়ন রেজিষ্ট্রেশন বই)

লাইসেন্স এর শ্রেনী

নতুন লাইসেন্স ফি

নবায়ন ফি

প্রথম শ্রেনী

৫০০০/-

৫০০০/

আবেদন ফরম

২০০/-

-

রেজিষ্ট্রেশন বই

২০০/-

-

তাছাড়া ৫০% জরিমান দিয়ে ০১-০৭-২০১১ইং তারিখ হতে ৩০-১২-২০১১ইং তারিখ পর্যন্ত ঠিকাদারী লাইসেন্স নবায়ন করা যাবে এবং ০১-০১-২০১১ইং হতে ৩০-০৬-২০১২ইং পর্যন্ত ১০০/- জরিমানা দিয়ে নবাযন করা যাবে।

বিঃদ্রঃ পৌরসভা আইন, বিধি,প্রবিধান,উপ-আইন,প্রজ্ঞাপন, পরিপত্র, আদেশ, অফিস স্মারক, বিজ্ঞপ্তি ও নোটিশ স্বাপেক্ষে এই সিটিজেন চার্টার প্রয়োজনীয় পরিবর্তন ও পরিবর্ধন করিবার ক্ষমতা পৌর কর্তৃপক্ষ সংরক্ষন করে।

 

ভুমি/স্থাপনার মুল্যায়ন সনদ এবং স্থাপনার প্রাক্কলন সনদঃ

মাদারগঞ্জ পৌরসভা এলাকায় ভুমি/স্থাপনার মুল্যায়ন সনদ এবং স্থাপনার প্রাক্কলন সনদের জন্য যে ব্য&&ক্ত ৫০/-(পঞ্চশ) টাকা মুল্যে নির্ধারিত ফরমে আবেদন করলে মেয়র কর্তৃক অনুমোদিত হলে ২০(বিশ)কার্য দিবসের মধ্যে ভুমি/স্থাপনার মুল্যায়ন সনদ এবং স্থাপনার প্রাক্কলন সনদ প্রদান করা হয়। ফি ৪৫০/-(চারশত পঞ্চাশ) টাকা ।

ক্রমিক নং

সেবা সমুহ

নিয়ম/প্রক্রিয়া

০১

পরিস্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রন কার্যক্রম

ক) সড়ক ফুটপাত ঝাড়ু দেয়া, মার্কেটের আশ-পাশ ঝাড়ু দেয়া, খোলা ড্রেন পরিস্কার রাত ১০টা থেকে সকাল ০৮টার মধ্যে ডাষ্টবিন হতে ট্রাক এর সাহায্যে আরম্ভ অপসারণ করা জরুরী প্রয়োজনে দিনের বেলা আবর্জনা অপসারণ করা হয়।

খ) প্রয়োজনমত শহরের ড্রিপ ড্রেন সমুহ পরিস্কার করা হয়।

গ) পরিচ্ছন্নতা সম্পৃক্ত যে কোন সমস্যা সমাধানের জন্য পৌরসভা অফিসের পরিচ্ছন্নতা শাখায় অবগত করার পর স্বল্পতম সময়ের মধ্যে সেবা নিশ্চিত করা হয়।

ঘ) পৌর এলাকার মশক নিস্তারয়নের জন্য সময়মত বিভিন্ন পুকুর ডোবার কচুরি পানা পরিস্কার করা হয়।

স্বাস্থ্য শাখাঃ

ক্রমিক নং

সেবা সমুহ

নিয়ম/প্রক্রিয়া

০১

টিকাদান কর্মসূচী এবং জন্ম মৃত্যু নিবন্ধন ও সনদ প্রিমিসেস লাইসেন্স এবং পরিবেশ ছাড়পত্রের অনাপত্তিপত্র

ক) সরকার কর্তৃক নির্ধারিত ইপিআই(টিকাদান কর্মসূচী) কার্য সম্পন্ন করা হয়।

খ) সরকার ঘোষিত জাতীয় টিকা দিবস (এন আইডি) ও যথাযথ পালন করা হয়।

গ) জনস্বাস্থ্য ও স্যানিটেশন সংক্রান্ত যাবতীয় কর্মসূচী সর্বোচ্চ স্বাস্থ্য সম্পকীয় কার্যাবালী সম্পন্ন করা হয়।

ঘ) মাদারগঞ্জ পৌর এলাকার জন্ম গ্রহনকারী ও মৃত্যুবরনকারীদের জন্ম ও মৃত্যু সনদ নির্ধারিত ফরমে সংশি­ষ্ট ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়ন সহ আবেদনপত্র গ্রহন স্বাপেক্ষে অনধিক ০৩(তিন) কার্য দিবসের মধ্যে জন্ম মুত্যু সনদ পত্র বিতরন করা হয়।

১লা জুলাই ২০১১ইং তারিখ পর্যন্ত নিম্নরুপঃ           

ক্রমিক নং

বিবরন

 

০১

অনুর্ধ ১৮ (আঠার) বৎসর বয়সের ব্যক্তিদের জন্ম নিবন্ধন

শুন্য

০২

অনুন্য ১৮(আঠার) বৎসর বয়সের ব্যক্তিদের জন্ম নিবন্ধন

৫০.০০

০৩

কোন ব্যক্তির মৃত্যু নিবন্ধন

শুন্য

০৪

জন্ম বা মৃত্যু সনদের মুল বাংলা বা ইংরেজী কপি সরবরাহ

শুন্য

০৫

জম্ন বা মৃত্যু সনদের বাংলা বা ইংরেজী দ্বি নকল কপি সরবরাহ

২৫/-

০৬

সরবরাহ তথ্যের ভিত্তিতে প্রদত্ত নিবন্ধন সনদের কোন ভুল বা গড়মিল পরিলক্ষিত হলে নিবন্ধন সনদ ক্ষেত্রমত নিবন্ধন বহি সংশোধন।

 

 

বিঃদ্রঃ পৌরসভা আইন, বিধি,প্রবিধান,উপ-আইন,প্রজ্ঞাপন, পরিপত্র, আদেশ, অফিস স্মারক, বিজ্ঞপ্তি ও নোটিশ স্বাপেক্ষে এই সিটিজেন চার্টার প্রয়োজনীয় পরিবর্তন ও পরিবর্ধন করিবার ক্ষমতা পৌর কর্তৃপক্ষ সংরক্ষন করে।

বাজার শাখাঃ

ক্রমিক নং

সেবা সমুহ

নিয়ম/প্রক্রিয়া

০১

পৌরসভার ব্যবসাধীন হাট-বাজার, বাস টার্মিনাল, গণশৌচাগার ইজারা

বাংলা সন শুরুর কমপক্ষে ০৩(তিন) মাস পূর্বে ইজারা দেয়ার কার্যক্রম মেয়র মহোদয়ের অনুমোদন ক্রমে শুরু করা হয় । প্রাপ্ত দর গ্রহন করে টেন্ডার কমিটির সুপারিশ ক্রমে ইজারা ১লা বৈশাখ হতে ৩০শে চৈত্র পর্যন্ত হাট,বাজার, বাস টার্মিনাল ও গণ শৌচাগার ০১ (এক) বৎসরের জন্য ইজারা প্রদান করা হয়।

বিঃদ্রঃ পৌরসভা আইন, বিধি,প্রবিধান,উপ-আইন,প্রজ্ঞাপন, পরিপত্র, আদেশ, অফিস স্মারক, বিজ্ঞপ্তি ও নোটিশ স্বাপেক্ষে এই সিটিজেন চার্টার প্রয়োজনীয় পরিবর্তন ও পরিবর্ধন করিবার ক্ষমতা পৌর কর্তৃপক্ষ সংরক্ষন করে।

নকশা জরিপ শাখাঃ

ক্রমিক নং

সেবা সমুহ

সেবা প্রাপ্তির নিয়ম

সময়

০১

ভবন নির্মানের ছাড়পত্র

মাদারগঞ্জ পৌরসভা এলাকায় ভবন নির্মানের জন্য নক্সা অনুমোদনের ক্ষেত্রে পৌরসভা প্রকৌশলী বিভাগ হতে ১০০/-(একশত) টাকা মুল্যের আবেদন পত্র খরিদ করতে হবে। আবেদনকারী কর্তৃক আবেদনের সাথে জমির মালিকানার কাগজ পত্রাদি, বাড়ী নির্মান নকশাসহ দাখিল করা হলে সরেজমিনে তদন্ত করে উপস্থাপনের পর অনুমোদন দেয়া হয়।

সকল কাগজ পত্র জমা প্রদানের পর ৪৫ দিনের মধ্যে নকশা অনুমোদনের ছাড়পত্র প্রদান করা হয়।

নকশা অনুমোদন ফিঃ মডেল ট্যাক্স সিডিউল ২০০৩ অনুযায়ীঃ

ক্রমিক নং

বিবরণ

বিবরণ ও টাকার পরিমান

০১

সীমানা প্রাচীর (পাকা)

১০০ বর্গফুট পর্যন্ত ১৫০/- এবং পরবর্তী প্রতি বর্গফুটের জন্য ০.৩০ টাকা।

০২

অস্থায়ী কাঁচা স্থাপনা (প্রতিটি)

২০০/- টাকা।

০৩

সেমিপাকা ইমারত (আবাসিক)

৫০০ বর্গফুট পর্যন্ত ২০০/- এবং পরবর্তী প্রতি বর্গফুটের জন্য ০.৩০ টাকা।

০৪

সেমিপাকা ইমারত (বানিজ্যিক)

৫০০ বর্গফুট পর্যন্ত ৪০০/- এবং পরবর্তী প্রতি বর্গফুটের জন্য ০.৬০ টাকা।

০৫

পাকা ইমারত (আবাসিক)

৫০০ বর্গফুট পর্যন্ত ৩০০/- এবং পরবর্তী প্রতি বর্গফুটের জন্য ০.৪০ টাকা।

০৬

পাকা ইমারত (বানিজ্যিক)

৫০০ বর্গফুট পর্যন্ত ৩০০/- এবং পরবর্তী প্রতি বর্গফুটের জন্য ০.৪০ টাকা।